নিত্য সন্ধ্যা নামে

faruk-khan

Post MIddle

আলোকজ্জ্বল পৃথিবী থেকে সন্ধ্যা নামে
নিত্য ব্যঞ্জনাময় কালো নিশী
আবারো সকাল, ক্ষণিক আলোয় ভাসে।
সোনালী আভা স্বপ্ন ভাসা নিত্য ভাটার টানে
ফিরে ফিরে যাই, কোথাও হোঁচট খাই
রাত্রি নামে বিষাদ বনে।

লতাপাতা ভেদ করে একটু আলো ক্ষণিক হাসে
জীর্ণ কায় অন্ধকারের মুসাফির দেখে।
দূর্ভিক্ষের বনে হেঁটে মাইলে মাইল ছুটে
ধূ-ধূ প্রান্তরে নিত্য প্রায় অন্ধকারে
একটু প্রত্যাশায় ক্ষণিক সুখে।
আবারও হোঁচট খায়, জেগে ওঠে দুঃস্বপ্নে
নিত্য সন্ধ্যা নামে ॥

ফারুক খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

পছন্দের আরো পোস্ট