চুয়েটে সিমেন্ট টেস্টিং সেল উদ্বোধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সিমেন্ট টেস্টিং সেলের যাত্রা বৃহস্পতিবার (২০ অক্টোবর) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনে রয়েল সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় উক্ত ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

সেলের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী মো: কবির আহমদ ভূঞাঁ, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া, রয়েল সিমেন্ট লিমিটেড এর জিএম (প্ল্যান্ট) প্রকৌশলী মো: রোকন উদ্দীন প্রমুখ।

এ সময় সিমেন্ট টেস্টিং সেলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আসিফুল হক। তিনি বলেন, সিমেন্ট এর গুনগত মান নির্ধারন, বিবিধ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে এখানে গবেষণা কার্যক্রম সম্পাদন করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এতে যেসব যন্ত্রপাতি রয়েছে তা হলো-বেন্ডিয় ফিক্সচার, কমপ্রেশন জিগ, সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, ডিজিটাল হাইড্রোমিটার, এনালগ হাইড্রোমিটার, ওয়াটার প্ল্যান্ট, কন্ট্রোলার, হট প্লেট প্রভৃতি।##

পছন্দের আরো পোস্ট