কুয়েটে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইইএলটিএস এবং ইউএসএ-তে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বৃটিশ কাউন্সিলের প্রজেক্ট হেডওয়ে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া।
অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট হেডওয়ে’র প্রজেক্ট ডিরেক্টর পল বিশ্বাস। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সাথে প্রোজেক্ট হেডওয়ে’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সৌজন্য স্বাক্ষাত করেন। স্বাক্ষাতকালে প্রজেক্ট হেডওয়ে’র প্রজেক্ট ডিরেক্টর পল বিশ্বাস ও রাইটসাইট লিমিটেড এর সিইও মেহেদী নেওয়াজ উপস্থিত ছিলেন ।
এসময় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক উপস্থিত ছিলেন। সৌজন্য স্বাক্ষাতকালীন সময়ে তারা কুয়েটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়সমুহে ভর্তির বিষয়ে সার্বিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।##