রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সাকাল ১০.৩০ টায় বর্ণাঢ়্য আনন্দ র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদযাপনের নানা রকমের কার্যক্রম।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীদের মধ্যেই শুধু নয় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ করা গেছে এ বছর।

পরে সকাল ১১ টায় জাতীয় সঙ্গিত গেয়ে পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনসংখ্যা বিজ্ঞানী অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী।

পরে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদের। এরপর শুরু হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নিত করতে সকলের সহায়তা কামনা করা হয়।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাস বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক এ প্রতিবেদককে বলেন, ‘আজকে আমাদের বিশ্ববিদ্যালয় ৯ম বছরে পদার্পণ করলো। কিন্তু এখনো নানান সমস্যায় জর্জড়িত আছি আমরা। এখনো শিক্ষক সংকট, ক্লাস রুম সংকটসহ বিভিন্ন সংকট থাকায় আমরা সেশনজটের ভয়াবহ থাবায় আক্রান্ত হয়েছি।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালেয়র উপাচার্যের কাছে দাবি-তিনি যেন সকল সমস্যা সমাধান করে সেশনজটের এ অভিশাপ হতে আমাদের মুক্তি দেন।’

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নানামূখী সফলতার কথা তুলে ধরে বলেন,‘ বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সকলের এগিয়ে আশা উচিত।’ তিনি আরও বলেন,‘ নতুন এ বিশ্ববিদ্যালয়টিতে সকল সমস্যা একেবারেই সমাধান করা সম্ভব নয়। তাই আমরা আশা করছি সকল সমস্যা দ্রুত কেটে উঠতে পারবো।’

06বাংলা বিভাগের সহযোগি অধ্যাক ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের (তুহিন ওয়াদুদ) সঞ্চালনায় ও বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের খ্যাতনামা প্রজনন ও শিশু-স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানমু আখতার, প্রতিথযশা সংগীত শিল্পী রতীন্দ্রনাথ রায়, কলা অনুষদেও ডিন অধ্যাপক ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদেও ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান, উপাচার্যেও সহধর্মীনি মিসেস গুলনাহার নবী প্রমূখ।

২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে তিনটি অনুষদের অধীনে ছয়টি বিভাগ নিয়ে ড. এম লুৎফর রহমানকে প্রথম ভিসি নিযুক্ত করে রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু হয়। পরে বর্তমান সরকার ক্ষমতায় এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। এখন ছয়টি অনুষদের অধীনে ২১টি বিভাগে প্রায় ৮ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। এখন ১৩৪ জন শিক্ষক ও ৬ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন এখানে।

উল্লেখ্য, ১২ অক্টোবর ছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস। কিন্তু সেই দিন সরকারী ছুটি থাকায় এই দিনে দিবসটি পালন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট