শিক্ষকদের সাথে ইবি উপাচার্যের মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিবেক শাসিত। এই চাকুরীটির সম্পূর্ণ ভিত্তি হলো শক্তিশালী নৈতিকতা যেখানে স্বাধীনতা মানে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। এর চেয়ে উন্নত মানব-স্বাধীনতা আর কি হতে পারে। সুতরাং যে কোন সমস্যাতেই অন্য সব কিছুর মতো দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া শিক্ষক সমাজের সাজে না। কারন এটি অন্য অনেক চাকুরী থেকে ভিন্ন। গতকাল (সোমবার) উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ কথাগুলো বলেন।
দুপুর ১২টায় অনুষদের সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপাচার্য বলেন, আনন্দের সাথে জানাতে চাই, দায়িত্বগ্রহণের পর গত দুই মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেশনজট পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। একটা স্থবিরতা ছিল, বন্ধ্যাত্ব ছিল। কিন্তু বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর এ বিশ্ববিদ্যালয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেড় বছর পর সৌহার্দপূর্ণ ও হাস্যজ্জ্বল পরিবেশে একাডেমিক কমিটির বৈঠক অনুষ্ঠিত করতে পেরেছি।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দল-মত নির্বিশেষে সবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বর্তমান প্রশাসন নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও -শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। কোথাও কোন সমস্যা চিহ্নিত হলে সঙ্গে-সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের উদ্দেশ্যে প্রফেসর ড. আসকারী বলেন, অনুপস্থিতির ব্যাপারটি আমি শুনতেই চাইনা। আমরা বিবেকশাসিত। নিয়মিত ক্লাস নেয়া আমাদের দায়িত্ব। বর্তমানের শিক্ষাবান্ধব পরিবেশ কোনভাবেই যেন বিনষ্ট না হয়। অনুষদ থেকে নিয়মিতভাবে জার্নাল প্রকাশের অনুরোধ জানান তিনি।মত বিনিময় সভায় সূচনা বক্তব্য প্রদান করেন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রুহুল আমীন।
আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ মামুন, প্রফেসর ড. নাসিম বানু, প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. গৌতম কুমার দাস, প্রফেসর ড. এ.এইচ.এম. আক্তারুল ইসলাম, ড. দেবাশীষ শর্মা, শাহাদৎ হোসেন আজাদ, ড. মোঃ লুৎফর রহমান, ড. আব্দুল গফুর গাজী, ফকরুল ইসলাম, শাব্বির আহামেদ, সজীব কুমার ঘোষ প্রমূখ।
বক্তাগণ শ্রেণি-কক্ষ, পরীক্ষা-কক্ষ ও চেয়ার-টেবিল স্বল্পতার সমস্যাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেশনজটমুক্ত, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁরা উপাচার্যকে সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ভাইস চ্যান্সেলর শিক্ষকদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাসমূহ দূরীকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।