বর্ধিত ভর্তি ফি বিরোধী আন্দোলনে উত্তাল শাবি

unnamedশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করেছে ভঋ ফর্ম মূল্য বৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর নানান কর্মসূচীতে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দুপুর তিনটা থেকে শুরু হওয়া ভর্তি কমিটির বৈঠক শেষে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ, সদস্য সচিব বেলায়েত ইসলাম এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার আন্দোলনরত শিক্ষার্থীদের জানান, শীক্ষার্থীদেও দাবির প্রেক্ষিতে ভর্তি কমিটি বর্ধিত মূল্য কমানোর সুপারিশ করেছে। তারা আরো জানান, আগামীকাল (বুধবার) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Post MIddle
তবে আন্দোলনের মূখপাত্র সরোয়ার তুষার জানান, কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। এরই প্রেক্ষিতে আজ (বুধবার) সকাল নয়টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থী মঞ্চ ।
পছন্দের আরো পোস্ট