রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

BEROBIঅবশেষে নিষ্ক্রিয় আহবায়ক কমিটির অবসান ঘটিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। ১৩ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সেক্রেটারী মোহাম্মদ আকরামুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে।

৩জন সহ-সভাপকি ও ৬জন যুগ্ম সাধারণ সম্পাদ নিয়ে গঠিত কমিটির সদস্যরা হলেন-সাইফুল ইসলাম লিমন (সভাপতি), শরীফুল ইসলাম শরীফ (সহ-সভাপতি), মো: তাজিমুল ইসলাম (সহ-সভাপতি), মোসা: সালমা আকতার ববি (সহ-সভাপতি), ইমরান খান শ্রাবন (সাধারণ সম্পাদক), আশফাকুর রহমান আদিল (যুগ্ম-সম্পাদক), মনিরুজ্জামান মনির (যুগ্ম-সম্পাদক), আশিকুর রহমান হাজারী (যুগ্ম-সম্পাদক), নিলয় দত্ত (যুগ্ম-সম্পাদক), সেলিম রেজা (যুগ্ম-সম্পাদক), হাবিবুল্লাহ মাসুম (যুগ্ম-সম্পাদক) এবং সাংগঠনিক সম্পাদক আবু আল মোরসালিন মুন্না।

পছন্দের আরো পোস্ট