রুয়েটে উচ্চ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এর শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সোমবার দুপুরে রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত “উচ্চ শিক্ষার মানোন্নয়ন নিশ্চিতকরণের ভূমিকা ও গুরুত্ব” শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ এ কথা বলেন।
রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেলে অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ উদ জামান। সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হ্যাকেপ প্রকল্পের সহায়তায় আয়োজিত এই কর্মশালায় রুয়েটের বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি-এর অফিস ম্যানেজার তানিয়া পারভীন।#
আরএইচ