রাসায়ণিক অস্ত্র বিষয়ে ঢাবিতে বিশেষ বক্তৃতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “Past Successes and Future Challenges for Global Chemical Disarmament” শীর্ষক এক বিশেষ বক্তৃতা মঙ্গলবার (১৮ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্গানাইজেশন ফর দি প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস (ওপিসিডাব্লিউ)-এর মহাপরিচালক আহমেদ উজুমজু বিশেষ বক্তৃতা প্রদান করেন।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ এবং রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাসায়নিক অস্ত্র মুক্ত পৃথিবী গড়ে তোলার কাজে সকল বিজ্ঞানী তথা রসায়নবিদকে সরাসরিভাবে অংশগ্রহণ করতে হবে এবং এর প্রতি প্রত্যক্ষ সমর্থন দিতে হবে। রসায়নবিদদের বিবেকের কাছে অঙ্গীকার করতে হবে যে, রাসায়নিক অস্ত্র তৈরীর ক্ষেত্রে তারা কোন গবেষণায় লিপ্ত হবেন না।
রাসায়নিক প্রযুক্তি উৎপাদন, সংরক্ষণ ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোন সন্ত্রাসী গ্রুপ যেন রাসায়নিক দ্রব্য না পায়, সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। পৃথিবীকে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে অব্যাহত প্রচেষ্টা চালানোর জন্য উপাচার্য ওপিসিডাব্লিউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ওপিসিডাব্লিউ-এর মহাপরিচালক আহমেদ উজুমজু তার বক্তৃতায় আধুনিক বিশ্বকে রাসায়নিক অস্ত্র মুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নতুন অস্ত্র তৈরী বন্ধে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে। রাসায়নিক পদার্থের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে হবে। রাসায়নিক অস্ত্রের হুমকির বিরুদ্ধে বিশ্বের সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে সোচ্চার হতে হবে। এ বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক পরিম-লে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। ##