কেসিসি-এসএনভি এফটিপি প্লান্ট পরিদর্শনে কুয়েট ভিসি

কেসিসি-এসএনভি এফটিপি প্লান্ট পরিদর্শন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় খুলনা শহরের অদুরে খুলনা-সাতক্ষিরা মহাসড়কে  নির্মাণাধীন এ প্লান্ট পরিদর্শন করেন তিনি।

Post MIddle

এ সময় আরো উপস্থিত ছিলেন কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী এ বি এম মহিউদ্দিন, থাইল্যান্ডের মাহিডোল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাওয়াচ সুরিনকুল, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজী (এআইটি) এর রিসার্স এসোসিয়েট নাত্তাউত জিত্রা, রিসার্স এসোসিয়েট ভো হোয়াং হাথ ফং, এসএনভি এর শহর সমন্বয়কারী মোঃ রুহুল আমিন মুন্সি, ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার মোঃ শহিদুল ইসলাম, কুয়েটের পুরকৌশল বিভাগের এম.এস-সি ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী নোমন আল হাফিজ ও ফাতিমা নাজনীন উপস্থিত ছিলেন।

কুয়েট ভাইস-চ্যান্সেলর নির্মাণাধীন প্লান্টের নির্মাণ কাজের খোজ খবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।##

পছন্দের আরো পোস্ট