সাদার্ন ইউনিভার্সিটিতে ‘বিডি অ্যাপস’ বিষয়ক কর্মশালা

workshop-on-bd-appsসাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে “বিডি অ্যাপস” বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন অ্যাপস তৈরির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মেধার প্রয়োগ ও বিকাশ ঘটাতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন এম টেকনোলজিস অ্যান্ড স্যলুশনের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন।

কম্পিউটার সাইন্স বিভাগের সহকারি অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান, কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

Post MIddle

কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক এন.এম. ইসতিয়াক চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিভাগের ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট