নদী ভাঙনের কারণে নির্বাচনী পরীক্ষা হল না

14686667_1862463557303334_514100074_nতৃতীয় বারের মতো নদী ভাঙনের শিকার সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলার প্রায় ২০ টি গ্রাম। যার কারনে ঐ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। প্রসঙ্গত গত ১৬-১০-২০১৬ তারিখ থেকে সারা দেশে একযোগে SSC এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।কিন্তু নদী ভাঙনের কারণে আশাশুনির বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষা নেওয়া হচ্ছে না ।

Post MIddle

উল্লেখ্য ,আজ সকাল ৭টা থেকে কোলা ভাঙন বাধে সেচ্ছাশ্রমে বাধবাধার কাজে যোগ দেওয়ার জন্য শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নবাসিকে উদাত্ব আহবান জানিয়েছেন শ্রীউলা ইপি চেয়ারম্যান জনাব আবু হেনা সাকিল ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জনাব জাকির হোসেন।

পছন্দের আরো পোস্ট