জাবিতে সাংবাদিকদের আন্দোলনে শাবি প্রেসক্লাবের সংহতি প্রকাশ

unnamedজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় বেধে দেয়া সময়ের মধ্যে বিচার না হওয়ায় জাবিতে কর্মরত সাংবাদিকদের অবরোধ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

Post MIddle

সোমবার শাবি প্রেসক্লাব সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এক যৌথ বিবৃতিতে বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা অত্যন্ত ঝুকি নিয়ে তাদের পেশাগত দ্বায়িত্ব পালন করেন। সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় প্রশাসনের উদাসীনতা স্বাধীন মত প্রকাশের জন্যে সহায়ক নয়।

বিবৃতিতে তারা জাবি প্রশাসনকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। হামলায় জড়িত কারারক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সাংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্ববান জানান শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পছন্দের আরো পোস্ট