সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ে জুবেলি স্কলারশীপ
সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ে ৩৫০তম জুবেলি স্কলারশীপের জন্য আবেদন চাওয়া হয়েছে। এতে বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এখানে ইইউ কিংবা ইইএ এর বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করাতে পারবে। এ বিশ্ববিদ্যালয়ের ১০০ অধিক বিষয়ের উপর মাস্টার্স প্রোগ্রাম করা যাবে যা ২০১৭ সালের শরতের মধ্যে শুরু হবে। ১৫ জানুয়ারী’১৭ মধ্যে আবেদন করতে হবে।
বিশ্বশ্বদ্যিালয় পরিচিতি:
লান্ড বিশ্ববিদ্যালয় উত্তর ইউরোপের সবচেয়ে পুরাতন, বড় এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। বিশ্ব র্যাংকিং এ এটি টপ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই স্বতঃস্ফুর্তভাবে ইংরেজীতে কথা বলার পারদর্শি হতে হবে। টোফেল, আইএলটস ও সমমানের স্বীকৃত ফলাফল থাকতে হবে। কোনভাবেই আইএলটস এ ৫.৫ পয়েন্টের কম গ্রহণযোগ্য নয়। অথবা টোফেলে ৯০ লাগবে।
কোর্স লেভেল:
মাস্টার্সের শিক্ষার্থীরাই শুধু এ স্কলারশীপের জন্য আবেদন করতে পারবেন।
পড়াশুনার বিষয়:
বিশ্ববিদ্যালয়ের সব বিষয়ের উপর পড়াশুনা করতে পারবেন।
স্কলারশীপ প্রদান:
এ বিশ্ববিদ্যালয়ের এ স্কলারশীপ পরিবর্তনশীল নয় ও ক্যাশে পরিবর্তন করা যাবে না। থাকা-খাওয়ার ব্যায় ছাড়াই শুধু এ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র জন্য এ স্কলারীপ।
অন্যান্য যোগ্যতা:
ইইউ/ইইএ’র বাইরের দেশসমূহের শিক্ষার্থীরা শরতের মধ্যেই আবেদন করতে পারবেন। কিন্তু ইইউ/ইইএ’র দেশসমূহের শিক্ষার্থীদেও জন্য টিউশন ফি বাধ্যতামূলক। আর্ন্তজাতীক সীকৃত যে কোন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন হতে হবে।
জাতীয়তা: ইইউ/ইইএ’র বাইরের যে কোন দেশের জাতীয়তা থাকতে হবে।
যেভাবে আবেদন করা যাবে:
এই প্রতিযোগির ওয়েবসাইটে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সাবমিট করতে হবে। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ে চলমান প্রোগ্রামে আবেদন করতে হবে। যদি আপনাকে এ বিশ্ববিদ্যালয় ভর্তিও জন্য মনোনিত করেন তবেই এ স্কলারশীপ আপনি পেতে পারেন।