মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি বিতরণের জন্য চুক্তি সাক্ষরিত হয়েছে।রবিবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তি সাক্ষর করেন মাউসি মহা পরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান ও অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসমাইল হোসেন।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর অধীনে ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তি কার্যক্রম চলছে। এ প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৩৮২৬ কোটি ৯২ লাখ টাকা। এরমধ্যে সরকার দিচ্ছে ১৬৯৯ কোটি ৯২ লাখ টাকা। আর এডিবি থেকে প্রকল্প সহায়তা আসছে ২১২৭ কোটি টাকা। ১৭ জেলার ৫৪ উপজেলায় এ বৃত্তি বিতরণ হবে প্রতি শিক্ষা বর্ষে ২ বার। ##