গণবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৫অক্টোবর

Gono Universityসাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২৫ অক্টোবর (মঙ্গলবার) থেকে অনার্স এবংমাস্টার্সের সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনার্সের১৬টি বিভাগ মাস্টার্সের ৬টি বিভাগে এবার প্রায় চার সহস্রাধিক শিক্ষার্থী এইবিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।   

এব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলীবলেন, ‘পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে এবং পরীক্ষাসূচীঅনুসারে নির্দিষ্ট দিনগুলোতে সকাল .৩০ এবং দুপুর .৩০ এই দুই পর্বেপরীক্ষা অনুষ্ঠিত হবে
এছাড়াও পরীক্ষা প্রস্তুতির অংশ হিসাবে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগেযোগাযোগ করে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য যে, যথাসময়ে পরীক্ষা শেষ করতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের নতুনসিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার পূর্বেই ব্যবহারিক পরীক্ষাসমূহ অনুষ্ঠিতহয়েছে। যার ফলশ্রুতিতে যথাসময়ে ফলাফল শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করাসম্ভব হবে বলে   পরীক্ষা নিয়ন্ত্রক অফিস আশা করছে।

পছন্দের আরো পোস্ট