গ্লোবাল কোরিয়া স্কলারশীপ ২০১৭

korea-university-media-4কোরিয়ার গভর্মেন্ট স্কলারশীপের জন্য আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। আন্ডারগ্রাজুয়েট কোর্স করার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীর বিমান-ভাড়াসহ যাবতীয় খরচ কোরিয়া সরকার বহন করবে। আগ্রহী শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আজ রবিবার (১৬ অক্টোবর) বিকাল ৪ টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কোর্স শুরু হবে ।

কোর্স লেভেল: আন্ডারগ্রাজুয়েট।

প্রতিষ্ঠান: দক্ষিণ কোরিয়ার যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়।

বিষয়: শিক্ষার্থী নিজ যোগ্যতা অনুযায়ী যে কোন বিষয়ে পড়তে পারবে।

Post MIddle

বৃত্তির বর্ণনা:

  • এয়ার-ফেয়ার
  • সেটেলমেন্ট অ্যালাওয়েন্স ২ লাখ দক্ষিণ কোরিয়ান ওন
  • লিভিং এলাওয়েন্স ৮ লাখ ওন
  • মেডিকেল ইন্স্যুরেন্স মাসিক ২০ হাজার ওন
  • ল্যাংগুয়েজ কোর্স ফি ৮ লাখ ওন
  • টিউশন ফি
  • এক্সিলেন্ট ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাওয়ার্ড ১ লাখ ওন
  • রিসার্চ সাপোর্ট প্রতি সেমিস্টারে ২ লাখ দশ হাজার ওন
  • ও অন্যান্য প্রয়োজনীয় সকল খরচ কর্তৃপক্ষ বহন করবে।

আবেদন: আগ্রহী শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্র ১৬ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে উপ-সচিব (বৃত্তি), রুম নং-১৭০৬, ভবন নং-০৬, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে অথবা সশরীরে প্রেরণ করতে হবে।

স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মের জন্য এখানে ক্লিক করুন।

পছন্দের আরো পোস্ট