সরকারি বি এল কলেজ খুলছে রোববার
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা (১০মহররম) এর ছুটি শেষে আগামীকাল রোববার (১৬অক্টোবর) সরকারি বি এল কলেজ খুলছে। এদিন থেকে যথারীতি কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
উল্লেখ্য, গত ০৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরকারি বি এল কলেজে শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরার ছুটি ঘোষণা করা হয়।