রাজশাহীতে জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব শুরু

‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী পঞ্চম জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব শুরু হয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অডিটরিয়ামে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শুরু হয় এ উৎসব। ফারাজ আইয়াজ হোসেন স্মরণে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও রামেক ডিবেটিং ক্লাব যৌথভাবে এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কামরুল হাসান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জনস্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হককে আজীবন সম্মাননা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন রামেক অধ্যক্ষ প্রফেসর মাসুম হাবিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ডা. তাবিবুর রহমান শেখ, রামেকের উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মহিবুল হাসান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব ও ইউনিমেড ইউনিহেলথের নির্বাহী পরিচালক নাজমুল হাসান।

পছন্দের আরো পোস্ট