জাতীয় অধ্যাপক এম আর খানকে স্বর্ণপদক প্রদান

09_national-professor-dr-mr-khan_220814_0004শিশুস্বাস্থ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় অধ্যাপক ডা. এম আর খানকে প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদানের মাধ্যমে আজীবন সম্মাননা দিল বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)। সেন্ট্রাল হসপিটালের বোর্ড রুমে বুধবার বিপিএ’র পক্ষ থেকে এ পদক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিপিএ’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, মহাসচিব এম এ কে আজাদ চৌধুরী, এম কিউ কে তালুকদার, এম এস এইচ নাজির, নুরুল ইসলাম, নাজমুন নাহার, সিরাজুল ইসলাম, হামিদুর রহমান, রুহুল আমিন, চৌধুরী আলী কাওসার ও অধ্যাপক মালিহা রশিদ চৌধুরী, ডা. এম এ কাশেম প্রমুখ।

Post MIddle

বিপিএ’র পক্ষ থেকে বলা হয়, জাতীয় অধ্যাপক এম আর খান আমাদের গর্ব। তিনি শিশুস্বাস্থ্যসহ দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থায় বিশেষ অবদান রেখেছেন। সমাজ সেবায়ও রয়েছে তার বিরাট অবদান। জীবনের ক্রান্তিলগ্নে বিপিএ’র পক্ষ থেকে তাকে স্বর্ণ পদক দিতে পেরে আমরা ধন্য। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে তার রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশনের নেতারা এম আর খানকে দেখতে যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।#

পছন্দের আরো পোস্ট