জবিতে ‘বিশ্ব সংহতির জন্য রসায়ন’ শীর্ষক সিম্পোজিয়াম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ইউনেস্কো প্রতিবেদন অনুসারে বিশ্বে মৌলিক বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ বিজ্ঞান শিক্ষা ব্যয়বহুল। তবে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ততটা কম নয়; দেশে এখনও অনেক বিজ্ঞান শিক্ষার্থী রয়েছে। তবে উন্নত গবেষণার জন্য আমরা হয়তো তাদের পর্যাপ্ত রিসোর্স দিতে সক্ষম হচ্ছি না।

Post MIddle

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জবির রসায়ন বিভাগ আয়োজিত এ সিম্পোজিয়ামের স্লোগান ছিল ‘বিশ্ব সংহতির জন্য রসায়ন।’ প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদের দেশে পাসের হার বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার মান হ্রাস পাচ্ছে বলে সমালোচনা করা হয়। প্রকৃতপক্ষে বর্তমান সরকারের আমলে শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে, যা আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে সম্ভব হয়েছে। সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোঃ আলাউদ্দীন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ রসায়ন সমিতির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোঃ মুহিবুর রহমান এবং গণবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

পছন্দের আরো পোস্ট