গ্লাসগো ইউনিভার্সিটি স্কটল্যান্ডে স্কলারশীপ

glasgow-university-heroস্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটি মাস্টার্স পড়ার জন্য স্কলারশীপ দিবে। বিভিন্ন দেশের মোট ২০ জন বিদেশী শিক্ষার্থীকে পূর্ণ মেয়াদে এ স্কলারশীপ দেয়া হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী নিজের যোগ্যতা অনুযায়ী গ্লাসগো ইউনিভার্সিটির যে কোন বিষয়ে পড়তে পারবে। আবেদন করার শেষ তারিখ ১৬ ডিসেম্বর, ২০১৬।

প্রতিষ্ঠান পরিচিতি: গ্লাসগো ইউনিভার্সিটি বিশ্বের চতুর্থ প্রাচীন ইউনিভার্সিটি। আর স্কটল্যান্ডের প্রাচীনতম ইউনিভার্সিটি। । ঐতিহাসিকভাবে এ ইউনিভার্সিটি ইংরেজ বিশ্বে শিক্ষাক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করছে। বর্তমানে গবেষণায় ব্যাপক সুনাম রয়েছে প্রাচীন বিশ্ববিদ্যালয়টির।

কোর্স লেভেল: পোস্টগ্রাজুয়েট পড়ার জন্য এ স্কলারশীপ দেয়া হবে।

বিষয়: শিক্ষার্থী গ্লাসগো ইউনিভার্সিটির যে কোন বিষয়ে পতে পারবে।

বর্ণনা: স্কলারশীপের জন্য নির্বাচিত শিক্ষার্থীকে মোট ১০ হাজার ব্রিটিশ পাউন্ড আর্থিক সহায়তা দেয়া হবে। বাংলাদেশী টাকায় যা প্রায় ১০ লাখ টাকা হয়। এছাড়া অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে নিজে বহন করতে হবে।

Post MIddle

যোগ্যতা:
• প্রথম শ্রেণীর রেজাল্টসহ ব্যাচেলর ডিগ্রি
• ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশের নাগরিক হওয়া চলবে না
• এছাড়া সাধারণত প্রয়োজনীয় অন্যান্য সকল যোগ্যতা

ভাষাগত যোগ্যতা: ইংরেজী ভাষায় দক্ষতা যাচাই পরীক্ষা আইএলটিএস অথবা টোফেল এ ন্যুনতম স্কোর অর্জন করতে হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
• সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
• ২ টি রেফারেন্স লেটার
• পাসপোর্টের ফটো পেজের কপি
• অফার লেটার

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনে প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হবে। এর পরবর্তী প্রক্রিয়া ইমেইলে জানানো হবে। স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করার জন্য এখানে  ক্লিক করুন। ##

glasgow university

পছন্দের আরো পোস্ট