তাই বোধহয় বব ডিলান তোমার নাম

রবার্ট অ্যালেন জিমারম্যান থেকে বব ডিলন

ইংরেজ কবি ডিলান টমাসের নাম অনুসারে
ইতিহাস বলে দেয় কেনো এই পরিবর্তন,
উদয় হয় একটি নাম, মানবতার নাম
পৃথিবীব্যাপী শান্তির নাম, যুদ্ধকে না বলা নাম।

 

গেয়েছেন হাজারো গান, মুক্তির গান
বাংলাদেশের তরেও দিয়েছিলে সুর
কনসার্ট ফর বাংলাদেশ…১৯৭১-এ
জর্জ হ্যারিসন, বিলি প্যাটারসন,রবি শংকরের সাথে।

 

Post MIddle

এ রকম হাজারো মাঠে অবদান তোমার
তাই বোধহয় বব ডিলন তোমার নাম।

 

তোমার কথা-গানে মুগ্ধ পৃথিবী
মুগ্ধ পৃথিবীর মানুষ-পণ্ডিতেরা
তাইতো তুমি আজই পেলে
তারই পুরস্কার…সাহিত্যে নোবেল।

 

ধন্য তুমি আজ ধন্য
গেয়ে যাও মানবতার গান
দিয়ে যাও তুমি মানুষকে
নতুন জীবন-প্রাণ
তাই বোধহয় বব ডিলান তোমার নাম।

 

শফিকুল ইসলাম: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

পছন্দের আরো পোস্ট