স্কটল্যান্ডে আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন
স্কটল্যান্ডের এডেনবার্গে অনুষ্ঠিত হল বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম বৃহৎ সম্মেলন এডেনবার্গ ইন্টারন্যাশনাল কালচার সামিট। এ সম্মেলনে বিশ্বের ৪০ টি দেশের সংস্কৃতি মন্ত্রী, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
তারা টেকসই উন্নয়নে সুস্থ সংস্কৃতির গুরুত্বের ব্যাপারে নিজেদের মত ও অভিজ্ঞতা বিনিময় করে বিশ্ব সংস্কৃতির ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ণে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে সংস্কৃতি আসাদুজ্জামান নুর এমপি. দ্বিতীয় বারের মত এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক অঙ্গনের বৃহৎ এ সম্মেলন ২০১২ সাল থেকে এক বছর পর পর অনুষ্ঠিত হয়। স্কটল্যান্ড সরকার, ব্রিটেন সরকার, ব্রিটিশ কাউন্সিল, এডেনবার্গ ইন্টারন্যাশনাল ফেস্টিভাল ও স্কটিশ পার্লামেন্ট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। ##