দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও ঢাবির সমঝোতা

দেশে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মধ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: শাহ্ কামাল স্ব স্ব পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: রিয়াজ আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ইন্টার্ণশিপ করার সুযোগ পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার জন্য মন্ত্রণালয় শিক্ষার্থীদের কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। শিক্ষার্থীরা বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকায় মাঠ পর্যায়ে গবেষণা করবে এবং গবেষণার ফলাফল মন্ত্রণালয়কে অবহিত করবে। দেশে দুর্যোগ প্রশমনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশে দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন এ ধরণের উদ্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করবে।##

পছন্দের আরো পোস্ট