এনসিটিএফ’র স্মারকলিপি জেলা প্রশাসককে
জাতিসংঘ শিশু অধিকার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা এনসিটিএফ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সাইব হোসেন, শিশু সাংবাদিক শেখ আসাদুজ্জামান অয়ন, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ হাসানুর রহমান, সহ সভাপতি মোঃ হাসিবুররহমান, চাইল্ড পার্লামেন্ট সদস্য মরিয়ম খাতুন, শিশু গবেষক মোঃ সাহেব আলী, সাবিকুন নাহার মুক্তা প্রমুখ।#
আরএইচ