আবেদনকারী সবাই পরীক্ষা দিতে পারবেন আইইউটিতে
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটিতে এ বছর ভর্তি পরীক্ষার জন্য আলাদা কোন যোগ্য প্রার্থীদের লিস্ট দেওয়া হবে না। কারণ এ বছর যারা আবেদন করেছেন, সবাই পরীক্ষা দিতে পারবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে visit করুন :
www.iutoic-dhaka.edu/
পরীক্ষার পদ্ধতি
১০০ নম্বরের MCQ
পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে |
মানবন্ঠন
PHYSICS -৩৫
MATH-৩৫
CHEMISTRY -১৫
ENGLISH -১৫
উল্লেখ্য , ভর্তি পরীক্ষা হবে আগামী ২৩ নভেম্বর সকাল ১০ টায়। প্রশ্ন করা হবে ইংরেজিতে।