মেরিন ফিশারিজ একাডেমীর ভর্তি বিজ্ঞপ্তি
মেরিন ফিশারিজ একাডেমী কর্তৃপক্ষ ৩৮তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৬-১৭ প্রকাশ করেছে | এ সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নরুপ :
১. আবেদন প্রক্রিয়া
> আবেদনঃ (পরিবর্তিত) ১১ অক্টোবর – ২৬ ডিসেম্বর (টেলিটকে)
> আবেদন ফিঃ ৬৫০ টাকা (টেলিটকে)
২. আবেদন যোগ্যতা
> সর্বোচ্চ ২১ বছর বয়সী বিজ্ঞান বিভাগের ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে।
> নটিক্যাল এবং মেরিন ইন্জিনিয়ারিং বিভাগঃ এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩.৫০। এইচএসসির পদার্থ ও
গণিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
> মেরিন ফিশারিজ বিভাগে আবেদনের ক্ষেত্রেও একই যোগ্যতা থাকতে হবে তবে এইচএসসির পদার্থ ও গণিতের পরিবর্তে জীব ও রসায়নে আলাদাভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
৩. পদ্ধতি
> বিষয়ঃ পদার্থ , রসায়ন, ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রতিটিতে ৮০ নম্বর করে সর্বমোট ২৪০ নম্বর।
> সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট।
> লিখিত পরীক্ষার ৬০% প্রশ্নপত্র MCQ এবং ৪০% বর্ণনামূলক হবে।
> লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে
শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা হবে।
৪. পরীক্ষার তারিখঃ (পরিবর্তিত) ০৬ জানুয়ারী ২০১৭ (সকাল ৯.০০টা)
উল্লেখ্য , শারীরিক যোগ্যতারও শর্ত রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে visit করুন : www.mfacademy.gov.bd/doc/95514745253265451471430989Add%20001.jpg