বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

helthবিডিএস কোর্সের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ | ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে ২৪ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত (অনলাইনে) আবেদন করা যাবে | প্রবেশপত্র ০১-০৩ নভেম্বর মধ্যে নিজস্ব সাইড থেকে ডাউনলোড করা যাবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর ২০১৬ তারিখে |এ সংশ্লিষ্ট তথ্য নিম্নরুপ :

Post MIddle

১. আবেদনের যোগ্যতাঃ

> ২০১৩ অথবা ২০১৪ সালের এস.এস.সি এবং ২০১৫ অথবা ২০১৬ সালের এইচ.এস.সি পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীরা কেবলমাত্র
অংশগ্রহনের সুযোগ পাবেন।

> ২০১৩ সালের পূর্বে পাশকৃত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

> দেশের যেকোন বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপি এর যোগফল ৯.০০ হতে হবে।

> আলাদা আলাদা বোর্ড পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে এবং এইচএসসি এর জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

২.পদ্ধতি

> পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরে। জিপিএ ২০০ এবং লিখিত পরীক্ষা ১০০ নম্বর।

৩.জিপি এর হিসাব
ক. এসএসসির জিপিএ এর ১৫ গুণ = ৭৫
খ. এইচএসসির জিপিএ এর ২৫ গুণ = ১২৫

৪.লিখিত পরীক্ষার মানবন্টনঃ

✎ জীববিজ্ঞান- ৩০
✎ পদার্থ- ২০
✎ রসায়ন- ২৫
✎ ইংরেজী- ১৫
✎ সাধারণ জ্ঞান- ১০

এ সম্পর্কে আরো বিষদভাবে জানতে visit করুন http://dghs.gov.bd/index.php/bd/home/
4282-2016-10-10-19-27-02

উল্লেখ্য, MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০ | ইতিমধ্যেই সরকারি মেডিকেলে কিংবা ডেন্টাল কলেজে ভর্তি থাকা কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে, তার মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।#

পছন্দের আরো পোস্ট