শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডিআরইউ

DRU২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ডিআরইউ সদস্যদের সন্তানদের সংবর্ধনা দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।সোমবার (১০ অক্টোবর) ডিআরইউ-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সদস্যদের সন্তানদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও এ সংবর্ধনা ও বৃত্তি  দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেটের ফটোকপি আগামী ১৭ অক্টোবরের মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধনের কথা বলা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

পছন্দের আরো পোস্ট