শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডিআরইউ
২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ডিআরইউ সদস্যদের সন্তানদের সংবর্ধনা দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।সোমবার (১০ অক্টোবর) ডিআরইউ-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সদস্যদের সন্তানদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও এ সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেটের ফটোকপি আগামী ১৭ অক্টোবরের মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধনের কথা বলা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।