মিছেমিছি ডানা ঝাপটাচ্ছি।পলি শাহীনা

14502984_335110040172160_1710450254492430764_n

মিছেমিছি ডানা ঝাপটাচ্ছি

পলি শাহীনা

 

আজকাল আমরা বেশীরভাগ মানুষেরাই
নিজেদের ভেতরে বন্ধী হয়ে পড়েছি,
গলাকাটা মুরগীর মত বেঁচে থাকার তরে
মিছেমিছি ডানা ঝাপটাচ্ছি।
কি বলবে দশে কি বলবে দেশ,
কি বলবে লোকে কি বলবে সমাজ,
এসব ভেবেই নস্ট করি জীবনের অনেক মূল্যবান সময়।
ধর্মের দোহাই তো আছেই…….।
বাহিরে আমরা ভীষণ ভদ্র,
ভেতরে পশুর রাজত্ব।

 

বাহিরে নামীদামী যশ, সুনাম, খ্যাতি,
ভেতরে রাজ্যের মুখোশ ছোটলোক, নোংরামী।
বাহিরে আমরা ধার্মিক,
বুকের ভেতরে নেই নূন্যতম মানবিক বোধ!
বাহিরে সুটেড বুটেড,স্মার্ট বড় ডিগ্রীধারী,
ভেতরে সব ক্রোধ, লালসা,শূন্যতা, অহংকারী।

 

মানবতা ও ভালোবাসারা প্রস্ফুটিত হোক,
বুকের ভেতরে ও বাহিরে একইরুপে।
ভালোবাসারা খেলা করুক হৃদয়ের শান্ত জলে।
মানবতা ফিরে পাক অভাবী দীনহীন লোকে।
মানবতা শুধু আটকে না থাকুক,
বইয়ের পাতায় শব্দজটে।
মানবতার জয় হোক জীবনের জন্য,
জীবনের প্রয়োজনে।

পছন্দের আরো পোস্ট