বইয়ের বোঝা কমছে শিক্ষার্থীদের

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানিয়ে গত ২৯শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দেয়া হয়। এর আলোকে এসব উদ্যাগ নেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ের মধ্যে সমন্বয় করার জন্য চারটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। কমিটি শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি প্রশ্ন ভাণ্ডারও তৈরি করবে। মাধ্যমিক স্তরে শারীরিক শিক্ষা, চারুপাঠসহ অনেক অপ্রাসঙ্গিক বই রয়েছে।
এসব বিষয় পাঠ্যবই না করে খেলাধুলা বা শারীরিক শিক্ষাকে সীমিত করা হবে। এছাড়া বইয়ে অনেক সহজ বিষয় কঠিন করে তুলে ধরা হয়েছে। এসব বিষয় পুনর্মূল্যায়ন করার জন্য রোববারের বৈঠকে চারটি সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো, কারিকুলাম পর্যালোচনা সাব-কমিটি, নির্বাচিত পাঠ্যপুস্তকের মান উন্নয়ন ও ভাষায় প্রাঞ্জলকরণের উদ্দেশ্যে সাব-কমিটি, প্রশ্নব্যাংক সাব-কমিটি ও পরীক্ষা সংক্রান্ত সাব-কমিটি। এসব কমিটি বৈঠক করে কমিটি চূড়ান্ত করবে।