এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের নিয়ম
গত ১০অক্টোবর প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ২০ অক্টোবর থেকে ২৭অক্টোবর পর্যন্ত।নিচে আবেদন করার নিয়মাবলী উল্লেখ করা হল।
আবেদনের নিয়মঃ
১ম SMS : DGHS RSC ROLL পাঠাতে হবে 16222 নম্বরে।ফিরতি SMS এ একটি পিন নম্বর পাওয়ার পর ২য় আরেকটি SMS পাঠাতে হবে।
২য় SMS: DGHS RSC YES PIN পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রসঙ্গত, অফেরতযোগ্য ১০০০ টাকার বিনিময়ে,টেলিটকের মাধ্যমে এই আবেদন করা যাবে।