বিকেলে বৈঠকের পর মেডিকেলে ভর্তির ফল ঘোষণা

Medicalমেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে আজ (সোমবার) বিকেল ৪টায় ভর্তি কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি) অধ্যাপক ডা. আবদুর রশীদ এ বৈঠক ডেকেছেন। কমিটির সদস্যদের বৈঠকের পর মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। তবে সংবাদ সম্মেলন না করার সম্ভাবনাই বেশি।

Post MIddle

উল্লেখ্য, এবার ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৯৫ জন। ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মোট ৩ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বর্তমানে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২ এবং বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫টি।

পছন্দের আরো পোস্ট