এমবিবিএস ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর মাইনাস ১৭
এবার এমবিবিএস পরীক্ষায় সর্বনিন্ম নাম্বর মাইনাস (-) ১৭ | প্রকাশ থাকে যে,সঠিক উত্তরের চেয়ে ভুল উত্তর বেশি হওয়ায় মাইনাস নম্বর পেয়েছেন এই পরীক্ষার্থী।
.
উল্লেখ্য , নিয়ম অনুযায়ী একটি ভুল উত্তর দেয়ার কারণে একটি সঠিক উত্তর দিয়ে পাওয়া নম্বর থেকে ০.২৫ নম্বর কেটে নেয়া হয়।#
আরএইচ