অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন দুই শিক্ষক

চুক্তি তত্ত্ব নিয়ে গবেষণার জন্য এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন অলিভার হার্ট ও বেংট হোলস্টর্ম। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা) তারা দু’জন ভাগাভাগি করে নেবেন।। সোমবার নোবেল পুরস্কার মনোনয়ন কমিটি দি রয়েল সুইডিশ একাডেমি অব সাইন্স এই দুই অর্থনীতিবিদকে এই পুরস্কারের জন্য মনোনীত করে।

যুক্তরাজ্যে জন্ম নেয়া অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপরদিকে ফিনল্যান্ডে জন্ম নেয়া হোলস্টর্ম ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি‘র শিক্ষক।##

পছন্দের আরো পোস্ট