মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

National Logoজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল আজ (৯ অক্টোবর) রবিবার সন্ধ্যা ৬ টায় প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০ (ত্রিশ) টি বিষয়ে সারাদেশে ১৩১ টি কলেজের ১,৯৬,৫৭২ জন পরীক্ষার্থী মোট ১১৪ টি কেন্দ্রে অংশগ্রহণ করে ১,৮৩,৬৮০ জন (১ম শ্রেণি ৩৭৭৫০ জন, ২য় শেণি ১৪২৬৭৮ জন, ৩য় শ্রেণি ৩২৫২ জন) উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩.৪৪%।

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nu.edu.bd এবং  www.nubd.info থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে nu<space>mf<space> Roll  লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।

পছন্দের আরো পোস্ট