জবির প্রবেশপত্র ডাউনলোড আজ থেকে শুরু
আজ শনিবার থেকে ১৮ অক্টোবর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক (A) ইউনিট-এর ভর্তি পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন |
এছাড়া ঘ (D) ইউনিটের পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ১৪-২৩ অক্টোবর পর্যন্ত।
.
ডাউনলোড করার ওয়েবসাইটঃ http://163.47.36.134/jnu/portal/login.jsp
উল্লেখ্য, ২১ অক্টোবর ক ইউনিট এবং ২৮ অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।#