বশেমুরবিপ্রবিতে অত্যাধুনিক ল্যাব উদ্বোধন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে (EEE) অত্যাধুনিক ও সময়োপযোগী পাওয়ার সিস্টেম ও সুইচগিয়ার ল্যাব উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জপতোষ মন্ডল।

প্রধান অতিথি প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন বলেন, এ আধুনিক ল্যাবটির মাধ্যমে শিক্ষার্থীরা পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন এবং প্রোটেকশন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূর উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, কুয়েটের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ- এর নির্বাহী প্রকৌশলী সমীরন রায়, বরিশাল গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার হিমাংশু কুমার বিশ্বাস, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, গোপালগঞ্জের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, এক্সপার্ট পাওয়ার লিঃ ঢাকার সিইও প্রকৌশলী সুজিত কুমার মন্ডল, সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ প্রমূখ।

 ল্যাবটি খণ্ড খণ্ড মডিউল আকারে বাংলাদেশে ২-৩টা বিশ্ববিদ্যালয়ে থাকলেও একমাত্র পুর্ণাঙ্গ মডিউল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েই স্থাপন করা হয়েছে।##

পছন্দের আরো পোস্ট