নেদারল্যান্ডের আমস্টারডম ইউনিভার্সিটিতে স্কলারশীপ

নেদার‌ল্যান্ডের আমস্টারডম ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ার জন্য স্কলারশীপ দেয়া হবে। আমস্টারডম এক্সিলেন্স স্কলারশীপ প্রোগ্রামের অধীনে শুধুমাত্র বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে পড়ার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ব্যতীত অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি, ২০১৭।

প্রতিষ্ঠান পরিচিতি: আমস্টারডম বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়টি ১৬৩২ সালে আমস্টারডম সিটিতে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের বুকে জ্ঞান-বিজ্ঞান চর্চায় এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রথম সারিতে। এটি নেদারল্যান্ডের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষায় বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথম সারিতে অবস্থান করছে এ প্রাচীন বিশ্ববিদ্যালয়টি।

কোর্স লেভেল:  মাস্টার্স।

বিষয়: শিক্ষার্থী বিজ্ঞান অনুষদভুক্ত যে কোন বিষয়ে পড়তে পারবে।

বর্ণনা: আমস্টারডম এক্সিলেন্স স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থীকে ২৫ হাজার ইউরো আর্থিক সহায়তা দেয়া হবে। টিউশন ফি ও আবাসন ব্যয় স্কলারশীপের অন্তর্ভুক্ত। এছাড়া অন্যান্য যাবতীয় খরচ শিক্ষার্থীকে নিজে বহন করতে হবে।

Post MIddle

যোগ্যতা:

  • আগ্রহী প্রার্থীর মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকতে হবে।
  • শিক্ষাজীবনে দুই বছরের অধিক বিরতি থাকা চলবে না।
  • ইউরোপীয় নাগরিক হওয়া চলবে না।
  • বিজ্ঞান অনুষদের কোন বিষয়ে মাস্টার্স অধ্যয়নরত হতে হবে। (শিথিলযোগ্য)

ভাষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ইংরেজী ভাষা দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে ন্যুনতম ৭.০ স্কোর অর্জন করতে হবে। টোফেল এর ক্ষেত্রে ১০০।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনে প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য অবহিত করা হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে  ক্লিক করুন।

এছাড়া স্কলারশীপ সংক্রান্ত্ আরো বিস্তারিত তথ্য জানতে এখানে  ক্লিক করুন।##

পছন্দের আরো পোস্ট