ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা শিক্ষার্থী প্রতিনিধিদলের সাক্ষাৎ

PRESS (1)চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের ১৫-সদস্যবিশিষ্ট একটি শিক্ষার্থী প্রতিনিধিদল আজ ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

এসময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইফফত আরা নাসরীন মজিদ এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ঝু মিংতং মিন্দি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা শেখার জন্য চীনা শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশ সফর করছেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চীনা শিক্ষার্থীদের স্বাগত জানান। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দু’ প্রতিবেশী দেশের নতুন প্রজন্মের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

PRESS (1) (1)

পছন্দের আরো পোস্ট