ঢাবি অর্গানাইজেশন ষ্ট্র্যাটেজি বিভাগে মতবিনিময় সভা

DU LOGOআজ বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০১৬) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ষ্ট্যাডিজ অনুষদ এর অর্ন্তভুক্ত নতুন প্রতিষ্ঠিত অর্গানাইজেশন ষ্ট্র্যাটেজি ও লিডারশীপ বিভাগ, প্রফেসর আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে একটি মতবিনিময় সভার আয়োজন করে। নতুন এই বিভাগের বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচী ও ভবিষ্যত কর্মপ্রনালী সংবাদ মাধ্যামের কাছে উপস্থাপন করা হয়।

Post MIddle

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলাম, ডিন, বিজনেস ষ্ট্যাডিজ অনুষদ। অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঈন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- অর্গানাইজেশন ষ্ট্র্যাটেজি ও লিডারশীপ বিভাগ, সভাটি পরিচালনা করেন। আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. আলতাফ জলিল, এবং সহকারী অধ্যাপক মোঃ রাশেদুর রহমান।

’অর্গানাইজেশন ষ্ট্র্যাটেজি ও লিডারশীপ বিভাগ’ সম্পের্কে যে কোন বিষয়ে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নং -০১৯৭১৫২১৫১১, ০১৭১২১৯৩৪০০

পছন্দের আরো পোস্ট