শিশু একাডেমির দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতা

বাংলাদেশ শিশু একাডেমি দুনীতি দমন কমিশন খুলনার যৌথ আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুইটি বিভাগে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতার জন্য রচনা জমা দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা কর্মকর্তার শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল ও লাইব্রেরিয়ান মোঃ রফিকুল ইসলামের হাতে শিক্ষার্থীরা এ রচনা জমা দেন। রচনার বিষয়- দুর্নিতি দমনে ছাত্র সমাজের ভুমিকা ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দেশব্যাপী অয়োজিত এই প্রতিযোগিতায় জেলা পর্যায় হতে প্রেরিত সকল মনোনীত রচনা হতে কেন্দ্রীয় পর্যায়ে বিশেষজ্ঞ দেশবরেণ্য লেখকদের সমন্বয়ে গঠিত বিচারক মন্ডলী কতৃক ১ম, ২য়, ৩য় নির্ধারণ করা হবে। দুই বিভাগের মোট ছয় জন বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রত্যেকে একটি সনদ, একটি ক্রেষ্ট সহ যথাক্রমে ৫০,০০০/=, ৩০,০০০/=, ২০,০০০/= টাকা পাবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট