রুয়েটে দু’দিন ব্যাপী মেক্যা ফেস্ট সমাপ্ত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ জাঁকজমকভাবে আয়োজিত দু’দিন ব্যাপী ‘মেক্যা ফেস্ট’ বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে । সন্ধ্যায় রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই ফেস্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর নীরেন্দ্র নাথ মুস্তাফী ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার। সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।
যন্ত্রকৌশল বিভাগের ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দু’দিন ব্যাপী এই ফেস্টে আয়োজন করা হয়েছিল ক্যারিয়ার টক, প্রজেক্ট প্রেজেন্টশন, জব ফেয়ার, আইডিয়া কনন্টেস, মেক্যানিক্স অল্পিয়াড, প্রজেক্ট শো, ডিজাইন সেমিনার সহ নানা ইন্টারএ্যাকটিভ ইভেন্ট।
দু’দিন ব্যাপী এই ফেস্টের ইভেন্টগুলোতে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।##