ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু বৃহস্পতিবার

cvasuচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০১৬) হতে শুরু হবে। আগামী ১৭ নভেম্বর ২০১৬ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে।

Post MIddle

ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর ২০১৬ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবার তিনটি অনুষদে মোট ২৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বিজ্ঞান গ্রুপে ২০১৩ বা ২০১৪ সালে এসএসসি/সমমান ও ২০১৫ বা ২০১৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০ এবং আলাদাভাবে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.০ প্রাপ্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত (এসএসসি-এর ক্ষেত্রে সাধারণ গণিত), জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা এবং ইংরেজি বিষয়সমূহের প্রত্যেকটিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ ২.০ থাকতে হবে।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন অনুষদে- পাঁচ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) কোর্সে ৯৫ জন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি কোর্সে ৭৫ জন এবং ফিশারিজ অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি ইন ফিশারিজ (অনার্স) কোর্সে ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে এক ঘন্টার লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.cvasu.ac.bd) অথবা নোটিস বোর্ডে পাওয়া যাবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট