বেরোবিতে স্বারদীয় দূর্গাপূজার ছুটি রোববার থেকে
ওমর ফারুকবেরোবি প্রতিনিধিঃরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রবিবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব স্বারদীয় দূর্গাপূজার ছুটি। ৯ অক্টোবর (রবিবার) শুরু হয়ে একাডেমিক ও প্রশাসনিক এ ছুটি শেষ হবে ১২ অক্টোবর।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও জনসংযোগ দফতর সূত্রমতে ১০অক্টোম্বর থেকে ১২ অক্টোম্বর এ ছুটি হওয়ার কথা থাকলেও মঙ্গলবার এক বৈঠকে এই ছুটি একদিন বাড়িয়ে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঘোষনা করা হয়।তবে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক কার্যক্রম চালু থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী।
তিনি আরো জানান, ৯ অক্টোবর একাডেমিক ছুটি শুরু হয়ে শেষ হবে ১২ অক্টোবর। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। পূজা শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে ১৩ অক্টোবর বৃহস্পতিবার।
উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে।#