নোবিপ্রবিতে এমএস শিক্ষার্থীদের গবেষণায় ১৫ লাখ টাকা

Noakhaliনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৬-২০১৭ অর্থ বছরে এমএস শিক্ষার্থীদের জন্য ১৫ লাখ টাকা গবেষণা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এসিসিই, এফআইএমএস, মাইক্রোবায়োলজি, এপ্লাইড ম্যাথমেটিক্স, ইংরেজি, সিএসটিই ও ফার্মেসি সহ মোট সাতটি বিভাগের ১৪৮ জন ছাত্র-ছাত্রীদের এ অর্থ বরাদ্দ দেয়া হয়।

Post MIddle

এ উপলক্ষে আজ বুধবার (৫ অক্টোবর ২০১৬) সকালে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে নোবিপ্রবি রিসার্চ সেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান স্ব স্ব বিভাগের চেয়ারম্যানদের হাতে চেক হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রিসার্চ সেলের সহকারি পরিচালক ড. আসাদুন নবী, ডিন ড. মো. হুমায়ুন কবির সহ বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট