নজরুল বিশ্ববিদ্যালয়ে গেম আইডিয়া জেনারেশন ওয়ার্কশপ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়ে গেলো “গেম আইডিয়া জেনারেশন”।
যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে মোবাইল গেইমিং এবং বিশ্ববাজারে বাংলাদেশের অংশগ্রহন আরো দৃঢ় অবস্থান নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জাতীয় পর্যায়ে মোবাইল গেইম উন্নয়ন কর্মসূচি গ্রহন করেছে।
সরকারের এই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) তে “গেম আইডিয়া জেনারেশন” ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এ্যাপনোমেট্রি লিমিটেডের মো. জাকির হোসেন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।#
আরএইচ