ডিআইইউ ও বাঙ্গালুরুর এমটিসি গ্লোবালের মধ্যে সমঝোতা 

শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ডিআইইউ) এবং ভারতের বাঙ্গালুরুর প্রখ্যাত উচ্চ শিক্ষা গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট টিচার্স কনসোর্টিয়াম (এমটিসি) গ্লোবাল এর মধ্যে মঙ্গলবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এসময় ডিআইইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মঈনুল ইসলাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সহ-সভাপতি, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি), ডিআইইউ; ড. এস কে পাটোয়ারী, সদস্য, বিওটি, ডিআইইউ; সহযোগী অধ্যাপক ড. সেরজুল ইসলাম প্রধান, পরিচালক, ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি), ডিআইইউ এবং সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম সৌরভ, অরিতিক্ত পরিচালক, আইকিউএসি, ডিআইইউ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. রফিকুল ইসলাম, রেজিস্ট্রার, ডিআইইউ এবং ড. ভোলানাথ দত্ত, প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, এমটিসি গ্লোবাল, ভারত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ডিআইইউ আইকিউএসি’র সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমটিসি গ্লোবালের প্রেসিডেন্ট ড. ভোলানাথ দত্তকে ডিআইইউ’র সঙ্গে সমঝোতা চুক্তি করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এমটিসি গ্লোবালের সঙ্গে ডিআইইউ’র এই সমঝোতা চুক্তি উচ্চ শিক্ষার মানোন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন এই চুক্তির মাধ্যমে ডিআইইউ’র শিক্ষক, ছাত্র ও কর্মকতাবৃন্দ নিজেদের বিশ্বমানে উত্তীর্ণ করতে এক ধাপ এগিয়ে যাবে। তিনি আরও বলেন বিশ্বমানের উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য নিজেদের প্রস্তুত করতে এ চুক্তি সহায়তা করবে।

এ সমঝোতা স্মারকের আওতায় ডিআইইউ এবং এমটিসি গ্লোবাল যৌথভাবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা, ছাত্র-শিক্ষক বিনিময়, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট, একাডেমিক কমপ্যাক্ট, প্রিন্সিপেলস অব রেসপন্সিবল ম্যানেজমেন্ট এডুকেশন, সেমিনার, সম্মেলন, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে। এছাড়া উভয় প্রতিষ্ঠান একাডেমিক তথ্য, প্রকাশনা ও গবেষণা উপাত্ত বিনিময় করবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট