জাবিতে নীল রংয়ের শাপলার সন্ধান

Jahangirnagarজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়ে নীল রংয়ের শাপলার সন্ধান পাওয়া গেছে। এ বিরল প্রজাতির শাপলা সংরক্ষণে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (০৫ অক্টোবর) পরিবেশ বিষয়ক সংগঠন ‘প্রকৃত সংগঠনের উদ্যোগ’র আয়োজনে জলাশয়ের পাশে সচেতনতামূলক বিলবোর্ড লাগানো হয়।

জানা যায়, বাংলাদেশে সাধারণত সাদা ও লাল রঙের শাপলা পাওয়া যায়। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জলাশয়ে নীল রংয়ের এ বিরল প্রজাতির শাপলার সন্ধান পাওয়া গেছে। নান্দনিকতার পাশাপাশি এ শাপলাটির রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুনাগুণ। তাই এর সংরক্ষণে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Post MIddle

এ সময় এনসিআই’র সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাদক্ষ অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক আলি আজম তালুকদার ও অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন প্রমুখ।

1475673592ed-(4)

পছন্দের আরো পোস্ট